
সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কেয়ারটেকার সরকারের বিকল্প নেই।- অধ্যক্ষ মাহবুবুল আহসান
সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া কোন বিকল্প নেই। দেশে আজ এক দূর্ভীক্ষ বিরাজ করছে। সাধারন খেটে খাওয়া মানুষ নিত্য প্রয়োজনীয় পন্য ক্রয়ে দিশাহারা হয়ে পড়েছে। প্রকৃতপক্ষে এ অনির্বাচিত সরকারের দেশের জনগণের প্রতি কোন দ্বায়িত্ববোধ আছে বলে কেও মনে করেন না। আওয়ামী সরকার গায়েরজোরে জনগণকে পাশকাটিয়ে যেনতেন প্রকারে বিগত সময়ের মতোই নির্বাচন করতে চায়। এবার তা জনগণ হতে দেবে না।