Jamaat-e-Islami, Rajshahi City

বাংলাদেশ জামায়াতে ইসলামী

রাজশাহী মহানগরী

 

সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কেয়ারটেকার সরকারের বিকল্প নেই।- অধ্যক্ষ মাহবুবুল আহসান

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৯/৯/২৩ তারিখ বিকাল ৪টায় কেয়ারটেকার সরকার ব্যবস্থার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন,আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ সকল নেতাকর্মীদের মুক্তি ও সারাদেশে গণগ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে নগরীর বর্ণালী মোড় এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সিনিয়র সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাহবুবুল আহসানসহ জামায়াতের রাজশাহী মহানগরী ও থানাসমূহের নেতৃবৃন্দ।

মিছিল শেষে ডলফিন ক্লিনিকের মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মহানগরীর সহকারী সেক্রেটারী মাহবুবুল আহসান বলেন,বিনা ভোটের সরকার আজ জাতির উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া কোন বিকল্প নেই। দেশে আজ এক দূর্ভীক্ষ বিরাজ করছে। সাধারন খেটে খাওয়া মানুষ নিত্য প্রয়োজনীয় পন্য ক্রয়ে দিশাহারা হয়ে পড়েছে। প্রকৃতপক্ষে এ অনির্বাচিত সরকারের দেশের জনগণের প্রতি কোন দ্বায়িত্ববোধ আছে বলে কেও মনে করেন না। আওয়ামী সরকার গায়েরজোরে জনগণকে পাশকাটিয়ে যেনতেন প্রকারে বিগত সময়ের মতোই নির্বাচন করতে চায়। এবার তা জনগণ হতে দেবে না।

তিনি সারাদেশের নেতা কর্মীদের হামলা-মামলার কথা উল্লেখ করে বলেন, এ সরকারের অনুগত পুলিশবাহিনী তাদের নির্দেশনায় মিথ্যা ও গায়বি মামলা দিয়ে সারাদেশে গণগ্রেপ্তার চালাচ্ছে। জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান ও সেক্রেটারী জেনারেল এবং সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ জাতীয় নেতৃবৃন্দকে গায়ের জোর আটক রেখেছে। এ দেশের আপমর জনতা এক মূহুর্ত এ সরকারকে আর চাই না। জনগন দৃঢ় ভাবে বিশ্বাস করে সরকারের মদদপুষ্ট পুলিশ বাহিনী দিয়ে এদের আর শেষ রক্ষা হবে না।

তিনি অনতিবিলম্ব সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির জোর দাবী জানান।