Jamaat-e-Islami, Rajshahi City

বাংলাদেশ জামায়াতে ইসলামী

রাজশাহী মহানগরী

 

২০০১ সালে জামায়াতের নির্বাচিত এমপি ছিলেন যারা

২০০১ সালে জামায়াতের যে ১৭ জন প্রার্থী
এমপি হিসেবে নির্বাচিত হন তাঁরা হলেনঃ 

১. অধ্যাপক আবদুল্লাহ আল কাফি, দিনাজপুর- ১ (মরহুম)
২. অধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান চৌধুরী, দিনাজপুর- ৬
৩. মিজানুর রহমান চৌধুরী, নীলফামারী- ৩
৪. মাওলানা আবদুল আজিজ, গাইবান্ধা- ১
৫. মাওলানা মতিউর রহমান নিজামী, পাবনা- ১ (শহীদ)
৬. মাওলানা আবদুস সুবহান, পাবনা- ৫
৭. অধ্যক্ষ মাওলানা এএসএম শাহাদাত হোসাইন, যশোর- ২
৮. মুফতী মাওলানা আবদুস সাত্তার, বাগেরহাট- ৪
৯. অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খুলনা- ৫
১০. অধ্যক্ষ শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস, খুলনা- ৬
১১. অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক, সাতক্ষীরা- ২
১২. মাওলানা এএসএম রিয়াছত আলী, সাতক্ষীরা- ৩ (মরহুম)
১৩. গাজাী নজরুল ইসলাম, সাতক্ষীরা- ৫
১৪. মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, পিরোজপুর- ১
১৫. মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, সিলেট- ৫
১৬. ডাঃ সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, কুমিল্লা- ১২
১৭. শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম- ১৪

 

জামায়াত মনোনীত মহিলা এম. পি. ৪জন
১৮. সুলতানা রাজিয়া- জামালপুর (বর্তমানে ঢাকা)
১৯. ডাঃ আমিনা বেগম- সিলেট
২০. শাহানারা বেগম- রাজশাহী
২১. বেগম রোকেয়া আনসার- সাতক্ষীরা (বর্তমানে ঢাকা)